নাটকীয় জয়ে নেদারল্যান্ডস ফাইনালে, বিপক্ষ পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
উয়েফা নেশনস লিগে সেমিফাইনালে নাটকীয় জয় পেয়েছে নেদারল্যান্ডস। ফলে রোববারের ফাইনালে পর্তুগালের সঙ্গে লড়ছে নেদারল্যান্ডস।
ইংল্যান্ডের দুই ভুলের সুযোগে ম্যাচ জিতে নিয়েছে ডাচরা। বৃহস্পতিবার রাতের ম্যাচটিতে ৩২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কস র্যাশফোর্ড। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের গোলে সমতা ফেরায় নেদারল্যান্ডস।
পর্তুগালের এস্তাদিও ডি আফোন্সো হেনরিকস স্টেডিয়ামে পুরো ম্যাচে দারুণ খেললেও শেষপর্যন্ত ১-৩ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইংলিশদের।
এ নিয়ে পঞ্চমবার কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ফাইনালে উঠলো নেদারল্যান্ডস। এর আগে ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি ডাচদের।
তবে ১৯৮৮ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলেছিল নেদারল্যান্ডস।
ম্যাচের শেষদিকে ৮৩ মিনিটে গোল করে ফেলেছিলেন হেসে লিনগার্ড। কিন্তু ভিএআরের সহায়তা নেয়ার পর দেখা যায় অফসাইডে ছিলেন তিনি। ফলে বাতিল করা হয় ইংল্যান্ডের সে গোল। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
এসময় দুইটি ভুল করেন ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস। ৯৭তম মিনিটে তার ভুল থেকেই বল পায় নেদারল্যান্ডস। পরে আত্মঘাতী গোল হজম করে ইংলিশরা। ১১৪তম মিনিটে আবারও স্টোনসের ভুলেই গোল করেন নেদারল্যান্ডসের কুইন্সি প্রোমেস।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল